নয়াদিল্লি: প্রতিরক্ষা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ হল ভারত এবং ইজরায়েল।

এই মুহূর্তে ইজরায়েলি প্রেসিডেন্ট রয়েভেন রিভলিন আটদিনের ভারত সফরে এসেছেন। মঙ্গলবার তিনি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুই রাষ্ট্রনেতা দীর্ঘ বৈঠকে একাধিক বিষয়ে ঐকমত্যে পৌঁছছেন।

দুই দেশ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুকে আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে। সেই তালিকায় যেমন রয়েছে প্রতিরক্ষা ও সন্ত্রাসদমন। তেমনই রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, জলসম্পদ, শিক্ষা ও গবেষণা।

বৈঠকের পর নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন মোদী। রিভলিনের সঙ্গে তাঁকে সন্ত্রাসদমন সহযোগিতা বৃদ্ধি করতে হচ্ছে কারণ, ভারতের প্রতিবেশী রাষ্ট্র সন্ত্রাস রফতানি করছে।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ হল বিশ্বব্যাপী চ্যালেঞ্জ, যার কোনও সীমানা নেই। আর এর সঙ্গে অন্যান্য সংগঠিত অপরাধের যোগাযোগ রয়েছে। দুঃখের বিষয়, এমন একটা দেশ ভারতের প্রতিবেশী।

রিভলিন জানান, ভারত ও ইজরায়েলউভয় সন্ত্রাসের শিকার। দুই দেশই স্বাধীনচেতা এবং স্বীকার করে যে, যে কোনও প্রকারের সন্ত্রাসই গ্রহণযোগ্য নয়। তিনি জানিয়ে দেন, ভারত ও ইজরায়েল যৌথভাবে এই সমস্যার সমাধান করবে।

মোদী জানান, সন্ত্রাস ও সন্ত্রাসের মদতদাতাদের বিরুদ্ধে কড়া হাতে দমন করতে অঙ্গীকারবদ্ধ দুই দেশ। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার ব্যর্থতা এবং চুপ করে থাকার মানে উগ্রপন্থা ও চরমপন্থাকে আরও উৎসাহ দেওয়া, যা যে কোনও শান্তিপ্রিয় দেশের ক্ষতি করতে পারে।