প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় পরমাণু চুক্তি স্বাক্ষর করতে পারে দিল্লি-টোকিও
ABP Ananda, Web Desk | 04 Nov 2016 04:00 PM (IST)
নয়াদিল্লি: টোকিওর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে উদ্যোগী হল দিল্লি। আমেরিকার পর এবার জাপানের সঙ্গেও অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করতে চলেছে এনডিএ সরকার। আগামী সপ্তাহে দু’দিনের জন্য টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই সম্ভবত এই চুক্তি হবে। বহু প্রতীক্ষিত ওই চুক্তির জন্য যাবতীয় প্রক্রিয়া শেষ। গত ডিসেম্বরে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে যখন ভারত সফরে আসেন, তখন এ ব্যাপারে একটি প্রাথমিক চুক্তিও হয়। কিন্তু কিছু কৌশলগত ও আইনগত বিষয় তখনও সমাধান না হওয়ায় চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। বিদেশমন্ত্রক জানিয়েছে, ওই চুক্তির ব্যাপারে যাবতীয় বোঝাপড়া মেটাতে সক্ষম হয়েছে দু’দেশ। যদিও ১১ ও ১২ তারিখ, প্রধানমন্ত্রীর জাপান সফরের সময়েই ওই চুক্তি হবে কিনা, তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি তারা। ২০১১-র ফুকুশিমা বিপর্যয়ের পর ভারতের সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি নিয়ে জাপানের অভ্যন্তরে রাজনৈতিক আপত্তি ছিল। কিন্তু সেই সব সমস্যা দূর করা সম্ভব হয়েছে। পরমাণু শক্তি ক্ষেত্রে জাপান রীতিমত বড় নাম। তাদের সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি হলে ওয়েস্টিংহাউস ইলেকট্রিক কর্পোরেশন ও জিই এনার্জি ইনকর্পোরেটেডের মত মার্কিন পরমাণু চুল্লি প্রস্তুতকারী সংস্থার ভারতে পরমাণু চুল্লি তৈরি সহজ হবে। কারণ এই দুটি সংস্থাতেই জাপানি বিনিয়োগ রয়েছে।