এই ফোনে থাকবে স্মার্টফোনের যাবতীয় বৈশিষ্ট্য। যাঁরা এই ফোন নেবেন তাঁরা মাসে ১৫৩ টাকার বিনিময়ে আনলিমিটেড ডেটা পাবেন। ফোন নিতে গেলে প্রথমে সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে ১৫০০ টাকা। তা ফেরত দেওয়া হবে ৩ বছর বাদে। অর্থাৎ ফোন দেওয়া হচ্ছে কার্যত বিনা মূল্যে।
মুকেশ জানিয়েছেন, ২৪ অগাস্ট থেকে এই ফোনের জন্য বুকিং নেওয়া শুরু হবে।
গত বছর টেলিযোগাযোগ শিল্পে বিপ্লব এনে মুকেশ আম্বানি তাঁর জিও কানেকশনে বিনা মূল্যে ভয়েস কল ও ডেটা প্রদানের ঘোষণা করেন। আর আজ রিলায়েন্সের ৪০তম শেয়ারহোল্ডারদের বৈঠকে তিনি জানালেন, ফোরজি জিওফোনের গ্রাহকরা সারা জীবন বিনা মূল্যে ভয়েস কল করতে পারবেন।
এই অনুষ্ঠানে নিজের দুই সন্তান আকাশ ও ঈশার সঙ্গে শেয়ার হোল্ডারদের পরিচিত করান মুকেশ। ফোনের বৈশিষ্ট্যগুলি সকলের সামনে তুলে ধরেন তাঁরাই।
মুকেশের দাবি, জিওফোনে পুরনো টুজি ফোন পুরোপুরি বাতিলের খাতায় চলে যাবে। তিনি জানিয়েছেন, মোবাইল ডেটা ব্যবহারে ভারত চিন ও আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে। যাঁরা বিনা মূল্যে জিও সংযোগ নিয়েছিলেন, তাঁরা বেশিরভাগই এখন পয়সা দিয়ে গ্রহণ করছেন জিও পরিষেবা। তাঁর মতে, দেশের ডিজিটাল সংস্কৃতিকে গণতান্ত্রিক করে তুলছে রিলায়েন্স। ডিজিটাল লাইফ আর মাত্র কয়েকজনের কুক্ষিগত থাকবে না।