নয়াদিল্লি: কাশ্মীরের ঘটনাবলীকে কেন্দ্র করে পাকিস্তানে ভারত-বিরোধী সভা-সমাবেশ, মিছিলের আয়োজনে তীব্র ক্ষোভ জানাল ভারত। সীমান্তের ওপার থেকে কাশ্মীরের ব্যাপারে যেসব বিবৃতি দেওয়া হচ্ছে, তাতেও গভীর অসন্তোষ রয়েছে নয়াদিল্লির। ভারতের কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানকে জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে প্ররোচনা, সমর্থন দেওয়া বন্ধ করতে বলেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। পাশাপাশি তিনি এও জানিয়ে দেন, বেআইনিভাবে দখল করে রাখা কাশ্মীরের ভূখণ্ড ছেড়ে দিক পাকিস্তান।

 

স্বরূপ বলেন, যেভাবে সেদেশে ভারতীয় হাইকমিশনে মিছিল করে প্রতিবাদ, বিক্ষোভ দেখানোর হুমকি দেওয়া হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে এটা  সুনিশ্চিত করতে হবে যে, তাদের ওখানে কর্মরত ভারতীয় দূতাবাসের সব কর্মী-অফিসার ও তাঁদের পরিবারের সদস্যরা পুরোপুরি নিরাপদ থাকবেন।

 



স্বরূপ  বলেন, আমরা দেখছি পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে গত দুদিন ধরে  কাশ্মীর নিয়ে বিবৃতি দেওয়া হচ্ছে, মিছিল বেরচ্ছে। এও দেখছি, এসব কিছুর পিছনে রয়েছে রাষ্ট্রসঙ্ঘের তালিকাভুক্ত সন্ত্রাসবাদীরা, যারা অতীতে পাকিস্তানে ওসামা বিন লাদেন, তালিবান নেতা আখতার মনসুর সহ কুখ্যাত অপরাধীদের খতম করে দেওয়ার বিরোধিতা করেছে। পাকিস্তানে বসে এই সন্ত্রাসবাদীরা যে মদত, প্রশ্রয় পাচ্ছে, তার কঠোর নিন্দা করছে ভারত। আমরা আরও একবার পাকিস্তানকে বলছি, আমাদের দেশের যে কোনও জায়গায় সন্ত্রাসবাদ, হিংসায় উসকানি, মদত দেওয়া থেকে বিরত থাকুন। আমাদের ঘরোয়া বিষয়ে  হস্তক্ষেপ করা বন্ধ রাখুন।

কাশ্মীরের পাকিস্তানে অন্তর্ভুক্তির দিনটি যেভাবে পালিত হয়, তাতে গোটা জম্মু ও কাশ্মীরের ভূখন্ডটাই দখল করার পাকিস্তানের বাসনা ফুটে ওঠে, এহেন মন্তব্য করে স্বরূপ বলেন, ভারত দাবি করছে, পাকিস্তান বেআইনি ভাবে কব্জা করে রাখা পাক অধিকৃত কাশ্মীরের জমি ছেড়ে দিক। তিনি এও বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ‘আজাদ’ বলছে। সেখানে ভোট করাচ্ছে। কিন্তু এহেন অর্থহীন তথাকথিত নির্বাচনের আয়োজন করে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করা বন্ধ করতে হবে।