নয়াদিল্লি: প্রায় প্রত্যেকদিন বিনা প্ররোচনায় জম্মু-কাশ্মীর সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাক সেনা। বিএসএফ জওয়ানের পাশাপাশি মৃত্যু হচ্ছে সাধারণ মানুষেরও। যে কারণে এবার পাকিস্তানের তীব্র বিরোধিতা করল ভারত।
চলতি বছরের জুন মাস পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৪৩২ বার সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। মৃত্যু হয়েছে ১৪ জন ভারতীয়ের। আহতের সংখ্যা ৮৮। ভারতীয় সেনার এক সূত্র সংবাদমাধ্যমকে বলেছে, ‘লাগাতার বিনা প্ররোচনায় সীমান্তে সংঘর্ষ বিরতি ঘটাচ্ছে পাকিস্তান। আমরা এর কড়া প্রতিবাদ করেছি।’
সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল পর্যায়ে বৈঠকের পরও পাকিস্তানের দিক থেকে কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা।
সীমান্তে ৬ মাসে ২৪৩২ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, কড়া প্রতিবাদ জানাল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2020 02:25 PM (IST)
সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল পর্যায়ে বৈঠকের পরও পাকিস্তানের দিক থেকে কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -