পাকিস্তান-বাংলাদেশের চেয়ে কম, দুর্নীতিতে চিনকে ছাপিয়ে গেল ভারত
Web Desk, ABP Ananda | 22 Feb 2018 06:16 PM (IST)
নয়াদিল্লি: পাকিস্তান ও বাংলাদেশের চেয়ে ভারতে দুর্নীতি কম হয়। কিন্তু চিন ও ভুটানের চেয়ে ভারতে দুর্নীতি বেশি। আন্তর্জাতিক দুর্নীতি বিষয়ক নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত তালিকা এমনই বলছে। ৪০ পয়েন্ট পেয়ে এই তালিকায় ৮১ নম্বরে ভারত। এই তালিকায় ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে পাকিস্তান ৩২ পয়েন্ট নিয়ে ১১৭ নম্বরে, বাংলাদেশ ২৮ পয়েন্ট পেয়ে ১৪৩ নম্বরে, মায়ানমার ৩০ পয়েন্ট নিয়ে ১৩০ নম্বরে এবং শ্রীলঙ্কা ৩৮ পয়েন্ট পেয়ে ৯১ নম্বরে। ৬৭ পয়েন্ট নিয়ে ২৬ নম্বরে ভুটান। ৪১ পয়েন্ট পেয়ে ৭৭ নম্বরে চিন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়েছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্ধেকেরও বেশি দেশ ৫০-এর কম পয়েন্ট পেয়েছে। এই অঞ্চলে দুর্নীতি এখনও বড় সমস্যা। বিচ্ছিন্নভাবে চেষ্টা করলে এক্ষেত্রে উন্নতি করা যাবে না। দুর্নীতি দূর করার জন্য রাজনৈতিক সদিচ্ছা এবং উপযুক্ত পরিকল্পনা দরকার। ১৮০টি দেশে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। রিপোর্টে বলা হয়েছে, নিউজিল্যান্ড ও ডেনমার্কে দুর্নীতি সবচেয়ে কম। অন্যদিকে, সিরিয়া, দক্ষিণ সুদান ও সোমালিয়ায় দুর্নীতি সবচেয়ে বেশি।