নয়াদিল্লি: দক্ষিণ চিন সাগরে সুনামি সতর্কতা কেন্দ্র গড়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। ভূ বিজ্ঞান মন্ত্রকের সচিব এম রাজীবন বলেছেন, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ এশিয়ার দেশগুলির জন্য ভারতের সুনামি সতর্কতা ব্যবস্থা আছে। এবার দক্ষিণ চিন সাগরেও সুনামি সতর্কতা কেন্দ্র গড়ে তুলতে চাইছে ভারত। তবে এখনও এই প্রকল্প সরকারি ছাড়পত্র পায়নি।
রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার ফর এশিয়া অ্যান্ড আফ্রিকার (রাইমস) চেয়ারপার্সন ভারত। এই সংগঠনের সদস্য দেশগুলিকে সুনামির বিষয়ে সতর্ক করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে ভারত। দক্ষিণ চিন সাগরে সুনামি সতর্কতা কেন্দ্র গড়ে তোলা সম্ভব হলে ভিয়েতনাম, তাইল্যান্ডের মতো দেশগুলি উপকৃত হবে বলে মনে করছেন রাজীবন।
দক্ষিণ চিন সাগরে সুনামি সতর্কতা কেন্দ্র গড়ার ভাবনা সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
24 May 2017 04:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -