নয়াদিল্লি: ভারতের মুসলিম জনগণ দেশের সঙ্গে একাত্ম বোধ করেন, নিজেদের ভারতীয় বলে ভাবেন। ভারতের গুরুত্ব দিয়ে তাঁদের সমৃদ্ধ করা, তাঁদের অগ্রগতির জন্য ব্যবস্থা নেওয়া উচিত। বললেন বারাক ওবামা। এটা এক ভাবনা যা জোরদার করা দরকার বলে মন্তব্য করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।
শুক্রবার এখানে এক অনুষ্ঠানে ওবামা এও উল্লেখ করেন যে, ২০১৫-য় শেষ ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ধর্মীয় সহনশীলতা ও প্রত্যেকের নিজস্ব ধর্মাচরণের স্বাধীনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছিলেন তিনি। ভারতে ধর্মান্তরণ নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে সেই সফরের শেষদিনেও মুখোমুখি আলোচনায় একই ধরনের মন্তব্য করেছিলেন ৪৪-তম মার্কিন প্রেসিডেন্ট। ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি। আজ তিনি বলেন, সব সময়ই একটা পাল্টা ভাষ্য দেখা যায়, কিন্তু বর্তমানে তা বিশেষ ভাবে স্পষ্ট হয়ে উঠেছে। ইউরোপ, আমেরিকা কখনও কখনও ভারতে, যখন অতীতের উপজাতি ভাবাবেগ নিজেকে প্রকট করতে চায় সেইসব নেতার আওতায় যারা সামনে এগিয়ে আসার, তাদের ব্যবহার করে ফায়দা তোলার চেষ্টা করে। এক প্রশ্নের উত্তরে ওবামা ভারতের বিশাল মুসলিম জনসমাজের প্রসঙ্গ টানেন, বলেন, ওরা সফল, নিজেদের ভারতীয় বলে মনে করে। দুর্ভাগ্যবশত, অন্য কিছু দেশে সবসময় এটা দেখা যায় না। ভারতের উল্লেখ করে বলেন, এটাকেই মদত দিতে হবে, পুষ্ট ও পরিচর্যা করা দররার। একে জোরদার করে যাওয়া জরুরি। এছাড়া পাকিস্তানের মাটি থেকে উদ্ভূত সন্ত্রাসবাদ প্রসঙ্গে ওবামা দাবি করেন, ওসামা বিন লাদেনের তাদের দেশে থাকার কথা পাকিস্তান জানত, এমন প্রমাণ আমাদের হাতে ছিল না, তবে অবশ্যই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে দেখেছি।