বারমের: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ শনিবার রাজস্থানে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। তিনি বলেছেন, ভারত কখনও কারুর ওপর আক্রমণ করেনি। কিন্তু হামলা হলে ভারত পাল্টা জবাব দিতে কখনও গুলির সংখ্যা গুনবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজস্থান সফরের দ্বিতীয় দিনে রাজনাথ সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র মুনাবাও আউটপোস্টে যান। সেখানে বিএসএফ জওয়ানদের উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি  বলেছেন, ভারত কখনও কাউকে আক্রমণ করেনি এবং অন্য দেশের জমি দখল করার ইচ্ছেও ভারতের নেই। আমাদের ঐতিহ্য হল- বসুধৈব কুটুম্বকম। আমরা কখনই প্রথমে গুলি চালাই না। কিন্তু আক্রান্ত হলে পাল্টা জবাব দিতে আমরা কখনও গুলির হিসেব করি না।
উরি হামলা এবং তার পর ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারত-পাক সম্পর্কের উত্তেজনা চরমে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে রাজনাথ এভাবে পাকিস্তানের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
বিএসএফের প্রশংসা করে রাজনাথ আন্তর্জাতিক সীমান্ত পরিকাঠামো উন্নয়ন এবং জওয়ানদের কাজের পরিবেশ আরও উন্নত করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সীমান্তে যেখানে যেখানে কাঁটাতারের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে মেরামতির কাজ জরুরী ভিত্তিতে করা হবে।
সীমান্তে টহলদারির সুবিধার জন্য ফ্লাড লাইটের ব্যবস্থা ও সমান্তরাল সড়ক তৈরির কাজ দ্রুত শেষ করা হবে বলেও রাজনাথ জানিয়েছেন। বিএসএফের যে বর্ডার আউটপোস্টগুলি টেলি যোগাযোগের সুবিধা নেই সেখানে ওই ব্যবস্থা গড়ে তোলা হবে। এর পাশাপাশি আরও বেশি স্যাটেলাইট ফোন দেওয়া হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। বুলেটপ্রুফ জ্যাকেটের ঘাটতি মোকাবিলায় কেন্দ্র শীঘ্র ব্যবস্থা নেবেও বলেও আশ্বাস দিয়েছেন তিনি।