বমডিলা (অরুণাচল প্রদেশ): তাঁর অরুণাচল সফর নিয়ে চিনের প্রতিবাদের মধ্যেই বৌদ্ধ আধ্যাত্মিক নেতা দলাই লামা জানিয়ে দিলেন, ভারত কখনই তাঁকে চিনের বিরুদ্ধে ব্যবহার করেনি।


বুধবার সাংবাদিক সম্মেলনে দলাই লামা বলেন, ভারত আমাকে কখনই চিনের বিরুদ্ধে ব্যবহার করেনি। আমি প্রাচীন ভারতীয় ভাবনার দূত মাত্র। আমি সর্বত্র অহিংসা, শান্তি, সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষ নীতি নিয়ে বার্তা দিয়ে থাকি।


প্রসঙ্গত এদিনই দলাইয়ের অরুণাচল সফরের বিরুদ্ধে ভারতের কাছে কূটনৈতিক স্তরে প্রতিবাদ দাখিল করে চিন। পাশাপাশি, চিনা সংবাদমাধ্যম দাবি করেছে, চিনের বিরুদ্ধে কূটনৈতিক হাতিয়ার হিসেবে দলাইকে ব্যবহার করে ভারত।


এদিন জানান, অরুণাচল প্রদেশ সফরে অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান দলাই লামা। বলেন, অরুণাচল হল আমার কাছে ভীষণ আবেগের জায়গা। কারণ, এখান দিয়েই আমি ভারতে প্রবেশ করেছিলাম।


তিনি যোগ করেন, আমি একজন বৌদ্ধ। প্রায় গোটা হিমালয় অঞ্চলই বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। চাছাড়া, আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তিই হল বৌদ্ধ দর্শন বলেও দাবি করেন তিনি।