নয়াদিল্লি: ২০০৮-এর মুম্বই হামলার মাথা হাফিজ সঈদের সংগঠন জামাত-উদ-দাওয়া সম্প্রতি সিদ্ধান্ত নেয়, জম্মু ও কাশ্মীরে ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহতদের চিকিত্সার জন্যে ৩০ সদস্যের একটি দল পাঠাবে। দলটিকে ভারত সফরের ভিসা মঞ্জুর না করা হলে বিক্ষোভ দেখানোর হুমকিও দেয় তারা। কিন্তু তাকে পাত্তা না ভারত সরকার জানিয়ে দিল, ওরা ভিসার আবেদন করলেও তা মঞ্জুর করা হবে না।
জামাতের মুসলিম মিশন জানিয়েছিল, মানবিকতার স্বার্থে তারা কাশ্মীরে গিয়ে আহতদের চিকিত্সা করতে চায়।
কিন্তু কেন্দ্রীয় সরকারের এক প্রবীণ আমলা জানিয়েছেন, জামাত সদস্যদের ভারতে আসার ভিসা দেওয়ার কোনও প্রশ্নই নেই।
কাশ্মীর যেতে হাফিজের লোকদের ভারতের ভিসা নয়, জানিয়ে দিল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jul 2016 09:08 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -