নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের আগে রাজধানীতে জঙ্গি হানার আশঙ্কা করছেন গোয়েন্দারা। উত্তর প্রদেশের মথুরা থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। জেরায় জানা গিয়েছে, দিল্লির অক্ষরধাম মন্দির ও প্রজাতন্ত্র দিবসের প্যারেড জঙ্গিরা টার্গেট করেছে।
ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মথুরা স্টেশন থেকে, ভোপাল শতাব্দী এক্সপ্রেস থেকে নামার সঙ্গে সঙ্গে। কিন্তু তার ২ সাগরেদ লুকিয়ে রয়েছে দিল্লিতেই। তাদের সন্ধান করছেন গোয়েন্দারা।
২ জনের সন্ধানে দিল্লি পুলিশের স্পেশাল সেল ও ইনটেলিজেন্স ব্যুরো জামা মসজিদ এলাকার জম জম গেস্ট হাউস আর হোটেল অল রশিদে তল্লাশি করেছে।
গ্রেফতার হওয়া অভিযুক্তকে প্রায় ৮ ঘণ্টা ধরে জেরা করে গোয়েন্দারা জেনেছেন, এরা তিনজন ২৬ জানুয়ারির আগে দিল্লিতে বড়সড় জঙ্গি হামলা ঘটাতে চায়। এদের মূল লক্ষ্য, প্রজাতন্ত্র দিবসের প্যারেড ও অক্ষরধাম মন্দির।
এখনও গ্রেফতার না হওয়া ২ জঙ্গির নাম মুদাসির মহম্মদ ও মহম্মদ আসরাফ। জানা গিয়েছে, ৩ তারিখ গোটেল অল রশিদে উঠেছিল এরা। ৬ তারিখ সন্ধেয় বেরিয়ে যায় হোটেল থেকে।
প্রজাতন্ত্র দিবসে হতে পারে জঙ্গি হানা, সর্বোচ্চ সতর্কতা দেশ জুড়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jan 2018 08:08 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -