বেঙ্গালুরু: বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন। আর এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ বর্ষীয়াণ প্রাক্তন কংগ্রেসি এস এম কৃষ্ণ। ইউপিএ আমলে বিদেশমন্ত্রী থাকা কৃষ্ণ বলেছেন, প্রধানমন্ত্রীর জন্যই ভারত আমেরিকা, চিনের মত সুপারপাওয়ারের সমকক্ষ হয়ে উঠতে পেরেছে।


বেঙ্গালুরুতে বিজেপি সদর দফতরে কৃষ্ণ বলেছেন, মোদী ভারতকে নতুন মর্যাদা দিয়েছেন। আজ যে ভারত চিন, রাশিয়া, আমেরিকা, ফ্রান্সের মত সুপারপাওয়ারের সমকক্ষ, তা শুধু তাঁর গ্রহণ করা নানা প্রকল্পের জন্য।

যেভাবে মোদী পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছেন, সেই সাহস দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন বলেও কৃষ্ণ মন্তব্য করেছেন।

কৃষ্ণর কথায়, তিনি যখন বিদেশমন্ত্রী ছিলেন পাকিস্তান তাঁদের কথাই বুঝত না। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের পরের অবস্থা দেখুন। গোটা বিশ্ব এই পদক্ষেপকে সাহসী বলে অভিনন্দন জানিয়েছে। পাকিস্তান যে ভাষা বোঝে, মোদী তাতেই জবাব দিয়েছেন। তাঁর সাহস, দূরদৃষ্টি ও কুশলতা- সবই আছে। অন্যান্য দেশ এখন ভারতকে সাহসী রাষ্ট্রের মর্যাদা দেয়।

নোট বাতিলের সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন এই অশীতিপর রাজনীতিক। এর ফলে কালো টাকা পুরোপুরি গায়েব করে দেওয়া সম্ভব না হলেও তার ওপর অনেকটাই রাশ টানা গিয়েছে বলে তাঁর দাবি। তাঁর মন্তব্য, কালো টাকা সমাজের পক্ষে অভিশাপ। সে ক্ষেত্রে নোটবাতিলের মত বড় অর্থনৈতিক পরিবর্তন আর নেই। কংগ্রেসি হয়েও এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান বলে দাবি করেছেন তিনি।

কৃষ্ণার অভিযোগ, কংগ্রেস তাঁর সঙ্গে যে শুধু দুর্ব্যবহার করছিল তা নয়, তাঁর ওপর মানসিক অত্যাচারও চালাচ্ছিল। আচমকা তাঁকে বাদ দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে। কোনও বর্ষীয়াণ নেতার প্রতি এটা সঠিক আচরণ নয়।

প্রায় ২ বছর ধরে তিনি কংগ্রেস ছাড়ার কথা ভাবছিলেন। তারপর বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করে বিষয়টি চূড়ান্ত করেন তিনি।