নয়াদিল্লি: মার্কিন প্রশাসনের জারি করা বিবৃতিতে জম্মু ও কাশ্মীরকে ‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর’ বলে উল্লেখ করার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্র।


সোমবার, হিজবুল মুজাহিদিনের প্রধান সঈদ সালাউদ্দিনকে ‘বিশ্ব সন্ত্রাসবাদী’ হিসেবে উল্লেখ করার সময় মার্কিন বিদেশ দফতর জানায়, ২০১৪ সালের এপ্রিল মাসের বিস্ফোরণ সহ জঙ্গি সংগঠনটি অতীতে ‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে’ একাধিক হামলা চালিয়েছে।


এই প্রেক্ষিতে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, ‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর’ শব্দপুঞ্জের ব্যবহার করে এটাই বোঝানো হয়েছে যে-- সালাউদ্দিন সীমান্তপার সন্ত্রাসে প্রত্যক্ষভাবে জড়িত বলে ভারত যে দাবি করে আসছে, তা প্রতিষ্ঠা পেল।


এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে বলেন, প্রতিবছর মার্কিন বিদেশ দফতর সন্ত্রাস নিয়ে যে রিপোর্ট প্রকাশ করে, সেখানেও এই কথাটির উল্লেখ থাকে। ভারত জানিয়ে দিয়েছে, সম্পূর্ণ জম্মু ও কাশ্মীর ভারতের। আর তা সকলেই জানে।


প্রসঙ্গত, মার্কিন বিদেশ দফতরের প্রকাশিত এই শব্দপু্ঞ্জকে হাতিয়ার করে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দলের প্রবীণ নেতা পি চিদম্বরমের প্রশ্ন, কী করে ভারত এটা মেনে নিল? তার সাফাই দিতে গিয়েই বিদেশন্ত্রকের তরফে এদিন এই মন্তব্য করা হয়।