নয়াদিল্লি: তিব্বতবাসীর কষ্ট হোক বা অরুণাচল প্রদেশের বাসিন্দাদের স্টেপলড ভিসা—চিনের সঙ্গে প্রত্যেক বিষয় নিয়ে সোচ্চার হয়েছে ভারত। এতে কোনও রাখঢাক নেই। না কোনও নমনীয়তা দেখানো হয়েছে। রাজ্যসভায় এমনটাই জানিয়ে দিলেন সুষমা স্বরাজ।


এদিন সংসদের উচ্চকক্ষে প্রশ্নোত্তর পর্বে জবাবি বক্তব্য পেশ করতে উঠে ভিসা-বিতর্ক নিয়ে বিদেশমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে চিনের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। ভারত এই বিষয়গুলি দ্বিপাক্ষিক বৈঠকে উত্থাপন করেছে। তা সে বিদেশমন্ত্রক পর্যায়ে হোক বা প্রধানমন্ত্রীর পর্যায়ে।


তিব্বত নিয়ে ভারতের অবস্থানের বিষয়টি খোলসা করতে গিয়ে সুষমা বলেন, আমরা আগে এক চিন নীতি নিয়ে কথা বলি। কিন্তু, আমরা একইসঙ্গে বলি যে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। আর যখন আমরা তা বলি, আমরা মনে করি, চিনেরও উচিত বিষয়টিকে স্বীকৃতি দেওয়া। আমাদের নীতি একেবারে পরিষ্কার।


সুষমা যোগ করেন, তিব্বত প্রসঙ্গেও ভারত চুপ বসে থাকে না। যখনই, সেখানে মানুষের ওপর অত্যাচার হয়েছে, ভারত বিরোধিতায় সোচ্চার হয়েছে ভারত। বিদেশমন্ত্রী মনে করিয়ে দেন, যখনই এমন কোনও ইস্যু ওঠে যা ভারতের স্বার্থের বিরদ্ধে, ভারত তার প্রতিবাদ জানিয়েছে।