নয়াদিল্লি: যেভাবে শেষ ১০দিনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী তিন তিনজন ভারতীয়র ওপর হামলা চলেছে, তাতে উদ্বিগ্ন দিল্লি। এ ব্যাপারে মার্কিন প্রশাসনের কাছে উদ্বেগপ্রকাশ করেছে তারা। তিনটি হামলার মধ্যে দুটি সম্ভাব্য হেট ক্রাইম বা ঘৃণাপ্রসূত অপরাধ হিসেবে তদন্ত শুরু হয়েছে। ফলে আমেরিকা ভারতীয়দের পক্ষে কতটা নিরাপদ গন্তব্য তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সরনা এ ব্যাপারে মার্কিন প্রশাসনের কাছে গভীর উদ্বেগ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, শ্রীনিবাস কুচিভোটলা ও অলোক মাদাসানির পর যেভাবে হার্দিশ প্যাটেল ও দীপ রাইয়ের ওপর হামলা চলেছে, তা অত্যন্ত চিন্তাজনক। ভারতীয় দূতাবাস টুইট করেছে




জবাবে আমেরিকা জানিয়েছে, দ্রুত ন্যায় বিচার পাবেন আক্রান্ত ভারতীয়রা।




কানসাস বারে শ্রীনিবাস কুচিভোটলা ও অলোক মাদাসানির ওপর হামলার পর গুজরাতি ব্যবসায়ী হার্দিশ প্যাটেল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে খুন হন। মার্কিন সময় শুক্রবার রাতে ওয়াশিংটনের কেন্টে নিজের গাড়ি মেরামত করছিলেন ৩৯ বছরের শিখ যুবক দীপ রাই। সে সময় মুখোশ পরে এক বন্দুকবাজ এসে তাঁর ওপর গুলি চালায়। তার আগে চিৎকার করে বলে, গো ব্যাক টু ইওর ওন কান্ট্রি।