রোহিঙ্গা জঙ্গিদের তাণ্ডবে অসংখ্য মৃত্যুর নিন্দা করে মায়ানমার সরকারের পাশে থাকার বার্তা ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
27 Aug 2017 11:49 AM (IST)
নয়াদিল্লি: মায়ানমারে রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের হামলা, হিংসার তীব্র নিন্দা করে সে দেশের সরকারের পাশে থাকার বার্তা দিল ভারত।
দিনকয়েক আগে মায়ানমারের উত্তরের রাখাইন প্রদেশে নিরাপত্তাবাহিনীর সীমান্ত চৌকি অবরোধ করে ব্যাপক হামলা চালিয়েছে রোহিঙ্গা জঙ্গিরা।
একাধিক নিরাপত্তা জওয়ান সমেত অন্তত ৯০ জন এর বলি হয়েছে।
এ ব্যাপারে ভারতের বিদেশমন্ত্রকেরক মুখপাত্র রভীশ কুমার বলেন, মায়ানমারের উত্তরের রাখাইন প্রদেশে সন্ত্রাসবাদীদের নতুন করে হিংসায় মেতে ওঠার খবরে গভীরভাবে উদ্বিগ্ন ভারত। মায়ানমারের নিরাপত্তা জওয়ানদের প্রাণহানিতে আমরা খুবই ব্যাথিত। যতদূর সম্ভব কঠোর ভাষায় এ ধরনের হামলার নিন্দা করা উচিত। এ ধরনের অপরাধে জড়িতরা উপযুক্ত সাজা পাবে বলে আশা করি। মায়ানমারের বর্তমান সরকারের এই চ্যালেঞ্জের মূহূর্তে তাদের প্রতি দৃঢ় সমর্থন রইল আমাদের।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -