আন্তর্জাতিক শান্তি মাপকাঠিতে ১৪১ নম্বরে ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2016 04:42 AM (IST)
লন্ডন: গ্লোবাল পিস ইনডেক্স বা বিশ্ব শান্তি মানদণ্ডে ভারত ১৪১ নম্বরে, অর্থাৎ পিছিয়ে হিংসাবিধ্বস্ত বুরুন্ডি, সার্বিয়া আর বুরকিনা ফাসোর থেকেও। ১৬৩টি দেশের এই তালিকা তৈরি করেছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। তালিকায় সবথেকে নীচে সিরিয়া, তারপর দক্ষিণ সুদান, ইরাক, আফগানিস্তান আর সোমালিয়া। উল্টোদিকে আইসল্যান্ড চিহ্নিত হয়েছে বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ দেশ হিসেবে, দ্বিতীয় স্থানে ডেনমার্ক ও তৃতীয় অস্ট্রিয়া। ভারত আগের বছরের থেকে দুধাপ এগিয়েছে ঠিকই কিন্তু সমীক্ষাটিতে জানা গেছে, গত বছরে শান্তি কমেছে বেশ খানিকটা। অর্থাৎ শান্তির তালিকায় সামান্য এগনোর কারণ, নিজেদের ভাল পারফরম্যান্স নয়, অন্যদের আরও খারাপ করা। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবথেকে শান্তিপূর্ণ দেশ হল ভুটান, বিশ্বে তারা আছে ১৩ নম্বরে। দক্ষিণ এশিয়ায় ভারত পেয়েছ পঞ্চম স্থান, পাকিস্তান আছে ছনম্বরে। রিপোর্টে বলা হয়েছে, ঘরোয়া ও আন্তর্জাতিক অশান্তির জেরে শান্তি কমেছে মানুষের। পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদ ও নিরাপত্তার অভাবজনিত আতঙ্ক বেশি থাকায় ভয়ে ভয়ে আছেন মানুষ। তা ছাড়া গত বছরে সন্ত্রাসের কারণে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। উল্টোদিকে শান্তির মাপকাঠিতে একলাফে অনেকটা এগিয়েছে শ্রীলঙ্কা। প্রতিবেশী দেশগুলি বিশেষত ভারতের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধিই এর কারণ বলে সমীক্ষায় জানানো হয়েছে।