নয়াদিল্লি: কুখ্যাত হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুতে দুঃখপ্রকাশ করে পাকিস্তান যে বিবৃতি দিয়েছে, তার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না ভারত। পাক বিবৃতির পর ২৪ ঘণ্টার বেশি কেটে গেলেও দিল্লি বিষয়টিকে গুরুত্বই দেয়নি। তবে প্রাক্তন কূটনীতিকরা মন্তব্য করেছেন, পাকিস্তানের এই বিবৃতিই বুঝিয়ে দিচ্ছে, জম্মু কাশ্মীর সহ ভারতের অন্যান্য জায়গায় সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ায় তাদের সরাসরি প্রশ্রয় রয়েছে। এ ধরনের বিবৃতি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্যায় ও অবাঞ্ছিত হস্তক্ষেপের চেষ্টার সামিল।
বুরহান ওয়ানির মৃত্যুতে দুঃখপ্রকাশ করে পাক বিদেশ মন্ত্রক যে বিবৃতি জারি করেছে, তাতে বুরহান ওয়ানিকে ‘নির্দোষ’ দাবি করা হয়েছে। বলা হয়েছে, বুরহান ও অন্যান্য ‘নিষ্পাপ’ কাশ্মীরীদের ‘বিচারবহির্ভূতভাবে’ যেভাবে ‘খুন’ করা হয় তা নিন্দনীয়। এভাবে কাশ্মীরীদের মানবাধিকার লঙ্ঘন করে তাদের আত্মনিয়ন্ত্রণের দাবি দমিয়ে রাখা যাবে না।
প্রত্যাশিতভাবেই ভারতের নিজস্ব ব্যাপারে পাকিস্তানের এই অবাঞ্ছিত নাক গলানোর চেষ্টাকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি দিল্লি। তবে পাকিস্তানের প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত জি পার্থসারথি মন্তব্য করেছেন, পাকিস্তানের জানা উচিত, নিজেরা কাচের ঘরে থেকে অন্যদের দিকে পাথর ছুড়তে নেই। বালুচিস্তান, করাচি ও খাইবার- পাখতুনওয়ালার উপজাতি এলাকায় পাক সরকার যেভাবে বিচারের ধার না ধেরে যথেচ্ছ হত্যা ও মানবাধিকার লঙ্ঘন চালাচ্ছে, ভারত তার বিশদ বিবরণ চায়।
শুধু ইসলামাবাদই নয়, যে পাক ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে মুখিয়ে থাকে, বুরহানের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে তারাও বিবৃতি জারি করেছে।
বুরহান হত্যা: পাকিস্তানের বিবৃতির জবাব দিল না ভারত
ABP Ananda, web desk
Updated at:
11 Jul 2016 03:08 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -