নয়াদিল্লি: প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের অরুণাচল প্রদেশ সফর নিয়ে বেজিংয়ের আপত্তিতে আমল দিল না দিল্লি। কেন্দ্র জানিয়ে দিয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, দেশের যে কোনও নাগরিকের সেখানে যাওয়ার অধিকার রয়েছে।বিদেশ মন্ত্রক বলেছে, ভারতের যে কোনও রাজ্যের মত অরুণাচলের দরজাও সব নাগরিকের জন্য খোলা।


সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে ভারত-চিন আগামী বৈঠক কবে হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। তবে দুদেশ পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলছে।

বিদেশমন্ত্রী হওয়ার পর গত শনি ও রবিবার প্রথম অরুণাচল সফরে যান নির্মলা সীতারামন। চিন সীমান্তের এপাশে দুর্গম আনজ জেলায় সেনা ছাউনিগুলিও ঘুরে দেখেন তিনি। সোমবার চিন এ ব্যাপারে আপত্তি জানিয়ে বিবৃতি দেয়। তারা বলে, বিতর্কিত এলাকায় এই সফর আঞ্চলিক শান্তির পক্ষে শুভ সংকেত নয়।