নয়াদিল্লি: পাকিস্তান যে তাদের গোলাবর্ষণে ৫ ভারতীয় সেনার মৃত্যুর দাবি করেছে, তা দ্ব্যর্থহীন ভাষায় অস্বীকার করল ভারত। তাদের দাবি প্রত্যাখ্যান করে ভারত জানিয়েছে, সম্পূর্ণ মিথ্যে বলছে পাকিস্তান।
পাকিস্তান দাবি করেছিল, নিয়ন্ত্রণরেখায় তাত্তা পানি-কৃষ্ণা ঘাঁটি সেক্টরে তাদের গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন ৫ ভারতীয় জওয়ান, আহত অনেকে। বেশ কয়েকটি ভারতীয় বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে তারা। এ নিয়ে তারা একটি ভিডিও-ও প্রকাশ করেছে। জবাবে ভারত জানিয়েছে, এ তরফে কারও প্রাণহানি ঘটেনি। তবে এক মহিলা সহ ২ সাধারণ নাগরিক আহত হয়েছেন পাক গোলাগুলিতে।
পাকিস্তান দাবি করেছিল, ভারত তাত্তা পানি এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আচমকা গুলি চালায়। সেই দাবি উড়িয়ে ভারত জানিয়েছে, শুক্রবার রাত এগারোটা নাগাদ পাকিস্তানই প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করে, শনিবার বিকেল পর্যন্ত টানা গোলাগুলি ছোঁড়ে তারা। মুখের মত জবাব দেয় ভারতও।
এর আগে নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চ ও নৌসেরা সেক্টরে ভারতীয় সেনার গোলাবর্ষণে ৫ পাক সেনার মৃত্যু হয়, আহত হন ৬জন।
নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণে ৫ সেনার মৃত্যুর ব্যাপারে পাকিস্তানের দাবি ভিত্তিহীন, জানিয়ে দিল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2017 09:25 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -