নয়াদিল্লি: সন্ত্রাসদমনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিল ভারত, রাশিয়া ও চিন।
সোমবার, নয়াদিল্লিতে পঞ্চদশ রাশিয়া-ভারত-চিন (রিক) ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হন তিনদেশের বিদেশমন্ত্রীরা। সেখানে চিনা বিদেশমন্ত্রী ওয়াং উই এবং রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের কাছে পাক-মদতপুষ্ট সন্ত্রাসের চ্যালেঞ্জ তুলে ধরেন সুষমা স্বরাজ।
তিন রাষ্ট্রের প্রতিনিধিরা সহমত হন যে, জঙ্গিদের পরিকাঠামো ও নাশকতা-ফান্ডিং বন্ধ করা সহ সন্ত্রাস মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে। সকলেই স্বীকার করেন, নিজ এলাকায় জঙ্গি কার্যকলাপ রোধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
https://twitter.com/MEAIndia/status/940162670522646528
বৈঠকের পর স্বরাজ জানান, সন্ত্রাস নিয়ে আলোচনার সময় তিনি তালিবান, দয়েশ (আইসিস), আল-কায়দা, লস্কর-ই-তৈবা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলির নাশকতামূলক কার্যকলাপ বৃদ্ধি নিয়ে মতামত পেশ করেন। তিনি জানান, জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির ফলে বিশ্ব অর্থনীতিকে শক্তিশালী করার প্রক্রিয়া জোর ধাক্কা খাচ্ছে। একইসঙ্গে, স্থায়ী বৃদ্ধি ও উন্নয়নও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যৌথ বিবৃতিতে তিন দেশই সন্ত্রাসবাদকে অপরাধমূলক ও অযৌক্তিক হিসেবে উল্লেখ করে। তাতে বলা হয়েছে—কী লক্ষ্য, কে করেছে বা কার বিরুদ্ধে হয়েছে- তা বিষয় নয়। নাশকতা সর্বত্রই নিন্দনীয়। এই প্রেক্ষিতে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের ধারা মোতাবেক সন্ত্রাস মোকাবিলা করার জন্য বৃহত্তর একতা, আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দওয়া হয়।