নয়াদিল্লি: বহু বছর ধরে টালবাহানার পর অবশেষে বাস্তবায়ণের পথে ভারত-রাশিয়া যৌথ উদ্যোগার প্রস্তাবিত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান (এফজিএফএ) চুক্তি। খবরে প্রকাশ, বিমানের বিস্তারিত ডিজাইন সংক্রান্ত চূড়ান্ত ‘গুরুত্বপূর্ণ’ চুক্তি স্বাক্ষর করতে চলছে দুই দেশ।
কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, ডিজাইন চূড়ান্ত করার কাজ ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। বিমানের প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত প্রশ্নে প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানান, যেহেতু ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে এই বিমান তৈরি হয়েছে, তাই প্রযুক্তির ওপর রাশিয়ার মতো ভারতেরও সমান অধিকার রয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে এফজিএফএ প্রোজেক্ট নিয়ে ইন্টার-গভর্মেন্টাল চুক্তি স্বাক্ষর করেছিল ভারত ও রাশিয়া। ২০১০ সালে এই প্রকল্পে ভারত প্রায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়।
কিন্তু, বিভিন্ন খাতে দর-কষাকষির ফলে বিষয়টি বিলম্বিত হয়ে পড়ে। দীর্ঘ টালবাহানার পর গত বছরের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্প নিয়ে পুনরায় আলোচনা শুরু করেছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। চুক্তির বিষয়টি তখনই নতুন গতি পায়।