ভারত ধর্মনিরপেক্ষ দেশ, রাষ্ট্রস্বীকৃত কোনও ধর্ম নেই, পাক অভিযোগ উড়িয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠকে বলল ভারত
ABP Ananda, web desk | 05 May 2017 01:14 PM (IST)
নয়াদিল্লি: ভারতে সংখ্যালঘুদের প্রতি বিরূপ মনোভাবের অভিযোগ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি)-এ তুলেছিল পাকিস্তান। এর কড়া জবাব দিল ভারত। পাকিস্তানের অভিযোগ নাকচ করে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি সাফ জানিয়েছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান ভারতীয় রাজনীতির মূল বিষয়। জেনিভায় পরিষদের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতা রোহতগি বলেছেন, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এ দেশে রাষ্ট্রস্বীকৃত কোনও ধর্ম নেই। ভারতের সংবিধানে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের সংস্থান রয়েছে। সদস্য দেশগুলির মানবাধিকার সংক্রান্ত রেকর্ড পর্যালোচনার জন্য পরিষদের এই বৈঠক। প্রতি চার বছর অন্তর এই বৈঠক হয়। সেখানে রোহতগি স্পষ্ট করে দিয়েছেন, বহুস্তরীয় গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকারের গুরুত্ব স্বীকৃত। ভারতের নাগরিকরা তাঁদের রাজনৈতিক স্বাধীনতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং তাঁরা তাঁদের সেই অধিকার প্রয়োগও করেন। বৃহস্পতিবারের বৈঠকে রোহতগি ভারতে মানবাধিকার রক্ষায় বিচারবিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখও করেছেন।