নয়াদিল্লি: তিন বছর আগে মোসুলে অপহৃত ৩৯ ভারতীয়কে খুঁজে পেতে ইরাক সরকারের সাহায্য চাওয়া হয়েছে বলে জানাল বিদেশমন্ত্রক।


বর্তমানে ভারত সফরে এসেছেন ইরাকের বিদেশমন্ত্রী ইব্রাহিম আল-জাফরি। এদিনই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে তাঁর বৈঠক হয়। এরপর, মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দুজনের মধ্যে পারস্পরিক স্বার্থ জড়িত এমন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়েছে।


বাগলে বলেন, বৈঠক সন্ত্রাসবাদ নির্মূলে ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইকারবাসী ও সেখানকার প্রশাসন যে লড়াই করে চলছে, তাকে কুর্নিশ জানান সুষমা। এরসঙ্গেই, অপহৃত ভারতীয়দের খোঁজ পেতে ইরাক সরকারের সহযোগিতাও চেয়েছেন তিনি। বাগলে যোগ করেন, ভারতীয়দের হদিস পেতে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইরাকের বিদেশমন্ত্রী।


পাশাপাশি, বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহের প্রস্তাবিত বাদুশ শহরে সফরে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করার জন্যও আল-জাফরিকে অনুরোধ করেন সুষমা। জবাবে ইরাকের বিদেশমন্ত্রী আশ্বাস দেন, তাঁর সরকার পূর্ণ সহযোগিতা এবং সবরকম সহায়তা করবে।


প্রসঙ্গত, ২০১৪ সালে ইরাকের মোসুল থেকে মূলত পঞ্জাবের বাসিন্দা ৪০ ভারতীয় শ্রমিককে অপহরণ করে আইএস জঙ্গিরা। সেই সময় মোসুল আইএস-এর গড় ছিল। তাদের মধ্যে একজন গুরদাসপুরের বাসিন্দা হরজিৎ মাসিহ জঙ্গি-খপ্পর থেকে কোনওমতে পালিয়ে বাঁচেন। পরে, তিনি দাবি করেন, বাকি ৩৯ জনকে গণহত্যা করেছে জঙ্গিরা।


যদিও, কেন্দ্র সেই দাবি খারিজ করে দেয়। সুষমা আশা প্রকাশ করেন, সকলেই জীবিত রয়েছে। তিনি জানান, বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ যে তথ্য জোগাড় করেছেন, সেই অনুযায়ী, অপহৃত ভারতীয়দের বাদুশ জেলে রাখা হয়েছে। কিন্তু, কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে, ওই জেলটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তার কোনও চিহ্নও নেই। ভারত সফরের আগে ইরাকের বিদেশমন্ত্রীও জানিয়ে দেন, অপহৃত ভারতীয়দের নিয়ে তাঁর কাছে কোনও খবর নেই।