নয়াদিল্লি: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়াটা ইমরান খানের যখন প্রায় নিশ্চিত, তখন প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী আশঙ্কা প্রকাশ করে জানালেন, এবার হয়ত ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে প্রতিবেশী রাষ্ট্র।
একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্বামী বলেন, এবার ভারতের সঙ্গে যুদ্ধ করার ভুল করতে পারে পাকিস্তান। ভারতের উচিত তার জন্য তৈরি থাকা। এটাই সুযোগ, পাকিস্তানকে শেষ করে চার টুকরোয় ভেঙে দেওয়া।
ক্রিকেটার-রাজনীতিবিদ ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল সেদেশের সাধারণ নির্বাচনে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বুধবারই সেখানে ভোটগ্রহণ হয়। তবে, বহু বিশেষজ্ঞ জানিয়েছেন, ইমরানকে জেতানোর জন্য গোটা নির্বাচনী প্রক্রিয়াটাই জালিয়াতিতে ভরপুর ছিল।
স্বামী এদিন বলেন, এটা ভাল যে ইমরান খান একজন পুতুল। তবে, নওয়াজ শরিফের মতো পুতুল হয়েও তা না হওয়ার ভান করার চেয়ে সামনা-সামনি হওয়া ভাল। বিজেপি নেতার মতে, পাকিস্তানে সব রাজনীতিবিদই সেদেশের গুপ্তচর সংস্থা আইএসআই, সামরিক বাহিনী ও তালিবানের হাতের পুতুল।
প্রসঙ্গত, পাকিস্তানের ৭০ বছরের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার, জনগণের ভোটে নির্বাচিত সরকারের থেকে শাসনভার আরেক নির্বাচিত সরকারের হাতে যেতে চলেছে। যদিও, গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে।
এবারের নির্বাচনে ১২২টি রাজনৈতিক দল ভোটে প্রার্থী ঘোষণা করেছিল। সেই তালিকায় একাধিক চরমপন্থী সংগঠনও ছিল। ভোটপ্রচার পর্বও হিংসাত্মক ঘটনার সাক্ষী ছিল। সবচেয়ে বড় ঘটনা ঘটে বালোচিস্তানের প্রদেশরে মাস্তুংয়ে শক্তিশালী বিস্ফোরণে প্রায় ১৫০ জনের বেশি নিহত হন।