উরিতে গভীর রাতে যে হামলা ঘটেছে, গত ২৬ বছরে এমন ভয়াবহ হামলা ভারতীয় সেনার ওপর আর হয়নি। ৯০-এর দশকে কাশ্মীরে সন্ত্রাসবাদ শুরু হওয়ার পর থেকে এতজন জওয়ানের শহিদ হওয়ার সাক্ষী হয়নি সেনা।
এই হামলা সেনা কর্তাদের এতটাই ক্ষিপ্ত করে তুলেছে, যে, তাঁরা দাবি করেছেন, পাকিস্তানকে কঠোরতম ভাষায় জবাব দেওয়া হোক।
জেনারেল শঙ্কর রায়চৌধুরী দেশের অন্যতম সেরা জেনারেলদের মধ্যে অন্যতম। অত্যন্ত নামি এই বীর সৈনিক ১৯৬৫-র ভারত-পাক যুদ্ধ ও ‘৭১-এ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন।