নয়াদিল্লি: ভারতে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে পাকিস্তান। প্রত্যাঘ্যাত করুক ভারতও। লোকসভায় বললেন বিজেপি সাংসদ আর কে সিংহ। তিনি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবও।
পাকিস্তানকে জবাব দেওয়ার দাবির সমর্থনে কাশ্মীর, পঠানকোটের হামলা সহ ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রসঙ্গ তোলেন আর কে। বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসে লাভ নেই। কারণ আমরা যখনই ওদের সঙ্গে কথা বলি, ওরা পঠানকোট সন্ত্রাস বা কাশ্মীরে দফায় দফায় নাশকতার মতো হামলা চালায়। পাকিস্তানকে পাল্টা জবাব, প্রত্যাঘাতের রাস্তা খুঁজে বের করা উচিত ভারতের। পঠানকোট, কাশ্মীরের হামলা সহ ভারতের ওপর হামলায় পাক সেনাবাহিনী জড়িত বলে দাবি করেন তিনি। বলেন, এসব হামলায় জড়িতদের পাকিস্তানে প্রশিক্ষণ দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সংসদে তাঁর দলীয় সতীর্থ কিরিট সোলাঙ্কি গুজরাতে পাক সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তার প্রসঙ্গ তোলেন। সেখানকার সীমান্তের কাঁটাতার কেটে দিয়ে সেই পথে ভারতে মাদক চোরাচালান করা হচ্ছে বলে জানান তিনি। কিরিটের দাবি, সীমান্তে ঠিকমতো কাঁটাতার বসানোর পাশাপাশি বিশেষ করে রাতের অন্ধকারে সেখানে কী হয়, তা নজরে রাখতে সিসিটিভি ক্যামেরা বসানো হোক।
পাকিস্তানের সঙ্গে কথা বলে লাভ নেই, প্রত্যাঘাত করুক ভারত, সংসদে দাবি বিজেপি এমপি-র
web desk, ABP Ananda
Updated at:
29 Jul 2016 12:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -