মোতিহারি: পাকিস্তান থেকে যত সমস্যার সামনে পড়ছে ভারত, তার মূলে রয়েছে পাক অধিকৃত কাশ্মীর। তাই অবিলম্বে ভারত পাক অধিকৃত কাশ্মীরের ওপর ফের নিজের অধিকার কায়েম করুক। এমনই দাবি করলেন বাবা রামদেব।

পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে চলা সব সন্ত্রাসবাদী প্রশিক্ষণ ঘাঁটিগুলি ধ্বংস করে দেওয়ার দাবিও করেছেন যোগগুরু।

এখানকার ঐতিহাসিক গাঁধী ময়দানে চম্পারণ সত্যাগ্রহের শতবর্ষ পালনের অঙ্গ হিসাবে নিজের পতঞ্জলী সংগঠনের তিনদিনের যোগ কর্মসূচির শেষদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রামদেব বলেন, ভারত-পাক সীমান্তে হানাহানি, রক্তপাতের জন্য দায়ী আজহার মাসুদ, হাফিজ সঈদ, দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসবাদীদের জীবিত বা মৃত ভারতের হাতে তুলে দিতে হবে।

যদিও সামগ্রিকভাবে পাকিস্তানের সাধারণ মানুষের প্রশংসা করেন তিনি। কিছু লোকজন আছে, যারা রক্তপাত ভালবাসে, তাদের বাদ দিলে সেখানকার বেশিরভাগ মানুষই শান্তি চান বলে মন্তব্য করেন যোগগুরু।
জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে রামদেব বলেন, ভারতের সেনা জওয়ানদেরও তো মানবাধিকার আছে।