বেজিং: ভারতে নিযুক্ত মার্কিন দূত রিচার্ড রাহুল ভার্মার গত ২২ অক্টোবরের অরুণাচল প্রদেশ সফরের তীব্র বিরোধিতা চিনের। বেজিং দীর্ঘদিন ধরেই অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করছে। সেখানে ভারতের কোনও রাজনৈতিক নেতা, বিদেশি লোকজন, দলাই লামা সফরে গেলেই আপত্তি জানায় তারা। তাই সেখানে কেন পা রেখেছেন ভার্মা, এই প্রশ্ন তুলে আমেরিকাকে রীতিমতো হুমকি ছুঁড়ে দিয়েছেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং। আমেরিকাকে ভারত-চিন সীমান্ত বিতর্কে নাক গলানো থেকে দূরে থাকতে বলে সাংবাদিক সম্মেলনে লু জানিয়ে দেন, এই সফরে তাঁদের প্রবল আপত্তি আছে।
অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর আমন্ত্রণেই অরুণাচলের তাওয়াং গিয়েছিলেন ভার্মা। কিন্তু চিনা মুখপাত্রের কথায়, আমরা দেখলাম, শীর্ষ মার্কিন কূটনীতিক কর্তাটি যে অঞ্চলে গিয়েছিলেন, সেটি ভারত ও চিনের মধ্যে একটা বিতর্কিত এলাকা। আমরা তাঁর এই সফরের তীব্র বিরোধী। লু বলেন, ভারত-চিন সীমানার পূব দিক নিয়ে চিনের অবস্থান খুবই পরিষ্কার, ধারাবাহিক। দু দেশই বর্তমানে আলাপ-আলোচনা, মতামত বিনিময়ের পথে এলাকাগত, ভূখণ্ড সংক্রান্ত বিরোধ মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে। দায়িত্বজ্ঞানসম্পন্ন যে কোনও তৃতীয় পক্ষেরই উচিত শান্তি, সুস্থিতি ও সমঝোতার লক্ষ্যে ভারত, চিনের প্রয়াসকে সম্মান করা, তার বিরোধিতা নয়। কিন্তু আমেরিকার ভূমিকা ভারত, চিনের প্রয়াসের সঙ্গে মানানসই নয়। তিনি মন্তব্য করেন, এতে শুধু ওই বিতর্কই আরও জটিল হয়ে উঠবে। অনেক কঠিন প্রয়াসে সীমান্তে অর্জিত শান্তি, স্থিতিশীলতা নষ্ট হবে, উত্তেজনা বাড়বে। আমেরিকাকে ভারত, চিন সীমানা ইস্যুতে হস্তক্ষেপ বন্ধ করে আঞ্চলিক শান্তি, সুস্থিতি জোরদার করার আবেদন করছি আমরা।
তবে বেজিংয়ের আপত্তি উড়িয়ে পাল্টা ভারতও জানিয়ে দিয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই সেখানে মার্কিন অ্যাম্বাসাডারের যাওয়ার মধ্যে অস্বাভাবিক কিছুই নেই। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ চিনের বক্তব্য খারিজ করে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন। চিন অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করলেও পাল্টা ভারতের বক্তব্য, বিতর্ক রয়েছে আকসাই চিন এলাকা নিয়ে। ১৯৬২-র যুদ্ধে ওই এলাকা দখল করে চিন। ৩৪৮৮ কিমি দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা নিয়ে বিরোধ মেটাতে উভয় দেশের বিশেষ প্রতিনিধিরা ১৯-তম রাউন্ড বৈঠকও করেছেন।
অরুণাচলে কেন মার্কিন রাষ্ট্রদূত? আপত্তি চিনের, পাল্টা কড়া জবাব ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Oct 2016 07:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -