রাষ্ট্রপুঞ্জে ওআইসি-র হয়ে কাশ্মীর ইস্যু তুলল পাকিস্তান, এক্তিয়ারই নেই! পাল্টা ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
16 Sep 2017 02:52 PM (IST)
নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর হয়ে পাকিস্তানের কাশ্মীর প্রসঙ্গ তোলার কড়া জবাব দিল ভারত। পাকিস্তান তার চলতি নীতি মেনেই কাশ্মীর নিয়ে তীব্র আক্রমণ করে ভারতকে। পাল্টা বক্তব্যে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে কাশ্মীর ইস্যু তোলায় পাকিস্তান তথা ওআইসি-কে একহাত নিয়ে ভারত জানিয়ে দিল, তার ঘরোয়া ব্যাপারে মন্তব্য করার কোনও এক্তিয়ারই নেই তাদের।
জেনিভায় রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি সুমিত শেঠ বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে ভারত জানাচ্ছে, ওআইসি-র বিবৃতিটি তথ্যগত ভুলে ভরা, যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, তার সম্পর্কে বিভ্রান্তিকর ইঙ্গিত করা হয়েছে তাতে। ওআইসি-কে ভবিষ্যতে এমন প্রসঙ্গ তোলা, ইঙ্গিত করা থেকে বিরত থাকার আর্জিও জানান তিনি।
ওআইসি-র পক্ষে পাকিস্তানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে শেঠ বলেন, ভারত এ ধরনের ইঙ্গিত সরাসরি খারিজ করছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনও অধিকারই নেই ওআইসি-র। আমরা কড়া ভাবেই তাদের আগামীদিনে এমন প্রসঙ্গ তোলা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -