নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর হয়ে পাকিস্তানের কাশ্মীর প্রসঙ্গ তোলার কড়া জবাব দিল ভারত। পাকিস্তান তার চলতি নীতি মেনেই কাশ্মীর নিয়ে তীব্র আক্রমণ করে ভারতকে। পাল্টা বক্তব্যে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে কাশ্মীর ইস্যু তোলায় পাকিস্তান তথা ওআইসি-কে একহাত নিয়ে ভারত জানিয়ে দিল, তার ঘরোয়া ব্যাপারে মন্তব্য করার কোনও এক্তিয়ারই নেই তাদের।
জেনিভায় রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি সুমিত শেঠ বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে ভারত জানাচ্ছে, ওআইসি-র বিবৃতিটি তথ্যগত ভুলে ভরা, যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, তার সম্পর্কে বিভ্রান্তিকর ইঙ্গিত করা হয়েছে তাতে। ওআইসি-কে ভবিষ্যতে এমন প্রসঙ্গ তোলা, ইঙ্গিত করা থেকে বিরত থাকার আর্জিও জানান তিনি।

ওআইসি-র পক্ষে পাকিস্তানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে শেঠ বলেন, ভারত এ ধরনের ইঙ্গিত সরাসরি খারিজ করছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনও অধিকারই নেই ওআইসি-র। আমরা কড়া ভাবেই তাদের আগামীদিনে এমন প্রসঙ্গ তোলা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।