বেঙ্গালুরু: অন্য শব্দের আদ্যাক্ষর দিয়ে গঠিত শব্দ বা অ্যাক্রোনিমের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝোঁকের কথা তো সক্কলের জানা। উত্তরপ্রদেশ ভোটের আগে তিনি ঝটপট বানিয়ে ফেললেন স্ক্যাম- অর্থাৎ সমাজবাদী পার্টি, কংগ্রেস, অখিলেশ যাদব ও মায়াবতী। এক কথায় ভোটাররা বুঝে গেলেন, বিরোধীদের ভোট দিলে রাজ্যে ঠিক কী হবে বলে প্রধানমন্ত্রী বোঝাতে চাইছেন।

বা ধরুন তাঁর আরএসভিপির কথা। গত লোকসভা ভোটের আগে প্রচার চলাকালীন কংগ্রেস গুজরাতে তাঁর উন্নয়ন মডেল নিয়ে প্রশ্ন করে। মোদী বলেন, আগে তো তারা তাদের আরএসভিপি মডেল নিয়ে জবাব দিক। আরএসভিপি মানে হল, রাহুল, সনিয়া, ভঢরা আর প্রিয়ঙ্কা। অর্থাৎ পর্দার আড়াল থেকে এঁদের কথাতেই ওঠে বসে মনমোহন সরকার।

নয়া উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ। এই অ্যাক্রোনিমের অভ্যেস প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন তিনিও। এবার দেশটারই নামের অ্যাক্রোনিম বার করেছেন তিনি। তাঁর মতে ইন্ডিয়া হল ইনটিগ্রেটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট ইমপ্যাক্টিং অল ইন্ডিয়ানস। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের পর বেঙ্গালুরুতে তাঁকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল। সেখানেই বেঙ্কাইয়া বলেন এ কথা।

বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধীকে হারিয়ে উপরাষ্ট্রপতি ভোট জিতেছেন এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া। বিরোধী শিবিরের বেশ কিছু ক্রস ভোটও গিয়েছে তাঁর ঝুলিতে।