বালাসোর: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২ এর সফল উৎক্ষেপণ হল। বুধবার সকাল ৯.৪০ মিনিটে ওড়িশার চাঁদিপুর থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়।
ভূমি থেকে ভূমিতে যাওয়ার ক্ষমতাসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র দুটি ইঞ্জিন বিশিষ্ট। এটির পাল্লা ৩৫০ কিলোমিটার। ৫০০ কিলোগ্রাম থেকে ১,০০০ কিলোগ্রাম পর্যন্ত সমরাস্ত্র বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, ডিআরডিও এবং স্ট্র্যাটেজিক ফোর্স কম্যান্ড এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দায়িত্বে ছিল। তারাই গোটা বিষয়টি পরিচালনা করেছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার পৃথ্বী-২ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল। এদিন দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম পরীক্ষা সফল হওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় পরীক্ষাটি করা যায়নি। তবে প্রথম পরীক্ষা সফল হওয়ায় খুশি সেনাবাহিনী।
দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্রবাহী পৃথ্বী-২ এর সফল উৎক্ষেপণ ভারতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 May 2016 11:45 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -