ওড়িশা উপকূল থেকে উৎক্ষিপ্ত ইন্টারসেপ্টর মিসাইল
ABP Ananda, Web Desk | 11 Feb 2017 12:15 PM (IST)
ফাইল ছবি
বালাসোর: ওড়িশার আবদুল কালাম দ্বীপ বা হুইলার দ্বীপ থেকে সফলভাবে ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করল ভারত। দেশের দ্বিস্তরীয় ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। আজ সকাল ৭টা ৪৫ মিনিটে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডল থেকে ৫০ কিলোমিটার ওপরে ছোঁড়া হয়েছে এটি। ২০০০ কিলোমিটারেরও বেশি দূরে শত্রুপক্ষের নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক মিসাইলের জবাব দিতে ছোঁড়া হয় এটি। রাডার নির্ভর ডিটেকশন ও ট্র্যাকিং সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়ে শত্রুপক্ষের মিসাইল ছোঁড়ার বিষয়টি। তার জবাব দিতে এই মিসাইলটি উৎক্ষেপণ করে ভারত।