চাঁদিপুরে ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jul 2017 03:21 PM (IST)
বালেশ্বর: আরও একটি ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ করল ভারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি কুইক রিয়াকশন ভূমি থেকে আকাশ স্বল্পপাল্লার ওই ক্ষেপনাস্ত্রটি এদিন ওড়িশা উপকূলের পরীক্ষা কেন্দ্র থেকে উত্ক্ষেপণ করা হয়। চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে একটি ট্রাক বাহিত ক্যানিস্টার লঞ্চার থেকে সকাল ১১.২৫-এ অত্যাধুনিক এই ক্ষেপনাস্ত্রটির উত্ক্ষেপণ করা হয়। আকাশে লক্ষ্যবস্তু রেখে ক্ষেপনাস্ত্রটির দ্বিতীয় দফার পরীক্ষা করা হল। ডিআরডিও ও অন্যনান্য সংস্থাগুলি এই ক্ষেপনাস্ত্রটি তৈরি করেছে। চলতি বছরের ৪ জুন প্রথমবার এর প্রথম দফার পরীক্ষামূলক উত্ক্ষেপণ হয়েছিল। ক্ষেপনাস্ত্রটির পাল্লা ২৫-৩০ কিমি। একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে নিশানা করতে সক্ষম এই ক্ষেপনাস্ত্র।