নয়াদিল্লি: পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার গৌতম বম্বাওয়ালের সঙ্গে ‘অসৌজন্যতা’ দেখানোর প্রতিবাদে ভারতে নিযুক্ত পাক দূত আব্দুল বসিতকে তলব কেন্দ্রের।


বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, বুধবার বসিতকে ডেকে পাঠান মন্ত্রকের সচিব (পশ্চিম) সুজাতা মেটা।

প্রসঙ্গত, মঙ্গলবার করাচি চেম্বার অফ কমার্সের আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল গৌতমের। অভিযোগ, শুরু হওয়ার আধ-ঘণ্টা আগে অনুষ্ঠান বাতিল করা হয় আয়োজকদের তরফে।

এমনকী, এর জন্য কোনও কারণ দর্শানোরও প্রয়োজন মনে করেনি আয়োজকরা। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ ভারত। বস্তুত, গত জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম করাচি সফরে গিয়েছিলেন গৌতম।

এদিন বসিতকে ডেকে সেই কথা সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতীয় কমিশন যাতে সেখানে স্বাভাবিক কাজকর্ম করতে পারে, তা খেয়াল রাখা উচিত ইসলামাবাদের বলে বসিতকে স্মরণ করিয়ে দিয়েছেন সুজাতা।

কূটনৈতিক মহলের মতে, কাশ্মীর ইস্যুতে কথা বলতে গিয়ে পাকিস্তানকে আক্রমণ করেছিলেন গৌতম। এর ফলেই হয়ত মঙ্গলবার করাচির অনুষ্ঠান বাতিল করা হয়।

জানা গিয়েছে, সোমবার করাচি কাউন্সিল অন ফরেন রিলেশন্স-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কাশ্মীরে ‘হস্তক্ষেপ’ করার জন্য পাকিস্তানকে একহাত নেন গৌতম। তিনি বলেছিলেন, যারা কাচের বাড়িতে থাকে, তাদের উচিত নয় অন্যের দিকে ঢিল মারা।