নয়াদিল্লি: অরুণাচল প্রদেশের বাসিন্দা হওয়ায় ব্যাডমিন্টন দলের ম্যানেজার বামাং তাগোকে ভিসা না দেওয়ার বিষয়টি নিয়ে চিনের সঙ্গে কথা বলছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছেন, ‘এ বিষয়টি আমাদের নজরে আনা হয়েছে। আমরা চিনের সঙ্গে কথা বলেছি। ভারতীয়দের ভিসা দেওয়ার ভিন্ন আচরণের ক্ষেত্রে ভারতের অবস্থান কী সেটা সবাই জানে। আশা করি পারস্পরিক অধিকার এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কথা মাথায় রেখে চিন বামাংয়ের ভিসা মঞ্জুর করবে।’


ফুঝৌতে চায়না সুপার সিরিজ প্রিমিয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছে। কিন্তু ভিসা না মেলায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি না বামাং। তিনি বুধবার এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর হস্তক্ষেপ দাবি করেন। এরপরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। তবে চিনা দূতাবাসের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন, অরুণাচলের বাসিন্দা, ভারতীয় ব্যাডমিন্টন দলের ম্যানেজারকে ভিসা দিল না চিন