ডোকলামে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি, চিনকে কড়া বার্তা ভারতের
Web Desk, ABP Ananda | 25 Mar 2018 05:19 PM (IST)
দেহরাদুন: ডোকলামে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি ভারত। আজ এই মন্তব্যই করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। সম্প্রতি চিনা প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করেন, তাঁরা শত্রুদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের জন্য তৈরি। এরই জবাবে নির্মলা বলেছেন, ‘আমরা সতর্ক আছি। ডোকলামে যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমরা তৈরি। আমরা বাহিনীর আধুনিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা দেশের অখণ্ডতা বজায় রাখব।’ এর আগে গতকাল চিনে ভারতের রাষ্ট্রদূত গৌতম বাম্বাওয়ালে বলেন, ‘ভারত-চিন সীমান্তে কয়েকটি অঞ্চল অত্যন্ত সংবেদনশীল। শান্তির স্বার্থে ওই অঞ্চলগুলিতে স্থিতাবস্থা বজায় রাখা উচিত। যদি কেউ (চিন) স্থিতাবস্থা বদল করার চেষ্টা করে, তাহলে ডোকলামের মতো পরিস্থিতি তৈরি হবে।’ এ মাসের গোড়ায় প্রতিরক্ষামন্ত্রী সংসদে জানান, ডোকলামের কাছে চিনের সেনাবাহিনী হেলিপ্যাড, সেনা ছাউনি ও পরিখা তৈরি করছে। সূত্রের খবর, উত্তর ডোকলামে এখনও সেনা রেখে দিয়েছে চিন। এ বছরের জানুয়ারিতে সেনাপ্রধান বিপীন রাওয়াত বলেছেন, পাকিস্তান সীমান্তের বদলে এবার চিন সীমান্তে নজর দেওয়া উচিত। এরই মধ্যে চিনা প্রেসিডেন্ট নিজেদের দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। এরই পাল্টা কড়া বার্তা দিলেন নির্মলা।