নয়াদিল্লি: লাদাখে চিনের সঙ্গে সংঘাতের জের এবার পড়তে চলেছে দেশের সড়ক নির্মাণে। চিনা কোনও সংস্থাকে সড়ক নির্মাণের বরাত দেওয়া থেকে বিরত থাকা হবে বলে জানিয়েছেন নীতিন গডকড়ি। যৌথ উদ্যোগে কোনও সড়ক নির্মাণের দায়িত্বও দেওয়া হবে না চিনা কোনও সংস্থাকে। পাশাপাশি ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পেও কোনও চিনা সংস্থাকে বিনিয়োগ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গডকড়ি।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সড়ক, সড়ক পরিবহণ এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী গডকড়ি বলেছেন, ‘আমরা কোনও চিনা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সড়ক নির্মাণের অনুমতি দেব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যৌথ উদ্যোগে কোনও চিনা সংস্থাকে কাজ করতে দেব না। এই ব্যাপারে আমরা অনড় অবস্থান নিতে চলেছি।’ খুব শীঘ্রই এ ব্যাপারে নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন গডকড়ী।
নতুন করে কোনও টেন্ডারে চিনা সংস্থাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। তবে যে সমস্ত প্রকল্পের কাজ মাঝপথে, সেগুলো সম্পূর্ণ করার ব্যাপারে আপত্তি করা হবে না।
এর আগে বিএসএনএল চিনা সংস্থার বরাত বাতিল করেছিল। রেলের তরফে একই কাজ করা হয়। এরপর একই পথে হেঁটেছে মুম্বই মনোরেল। ওয়াকিবহাল মহলের কথায়, কেন্দ্রের এই সিদ্ধান্ত চিনকে যেমন আর্থিকভাবে কোণঠাসা করা যাবে, তেমনই ভারতীয় সংস্থার সামনে নতুন দরজা খুলে যাবে।
সড়ক প্রকল্পে চিনা সংস্থাকে বরাত নয়, বাদ যৌথ উদ্যোগ থেকেও, জানিয়ে দিলেন গডকড়ী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2020 05:00 PM (IST)
নতুন করে কোনও টেন্ডারে চিনা সংস্থাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -