নয়াদিল্লি: শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ইরানের প্রেসিডেন্টকে পঞ্চতন্ত্রের ফার্সি অ্যানিমেটেড সংস্করণ এবং মহাভারতের ফার্সি অনুবাদ উপহার দিয়েছেন মোদী। দু’দেশের মধ্যে ৯টি চুক্তি হয়েছে। জানা গিয়েছে, ১৮ মাসের মধ্যে চাবাহার বন্দরের অধিকার পাবে ভারত।



রুহানির সঙ্গে বৈঠকের পর মোদী বলেছেন, ‘ইরানের প্রেসিডেন্টের ভারত সফর বুঝিয়ে দিল, দু’দেশ বিভিন্ন ক্ষেত্রে বোঝাপড়া বাড়াতে চায়। সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান সহ বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করার বিষয়ে আলোচনা হয়েছে।’



ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা সন্ত্রাসবাদ ও মৌলবাদের মোকাবিলা করার বিষয়ে বদ্ধপরিকর।’