নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে একটি দল পাঠানোর অনুরোধ করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন। যদিও সবিনয়ে এই অনুরোধ প্রত্যাখ্যান করতে চলেছে ভারত। এ ব্যাপারে ভারত সাফ বুঝিয়ে দেবে যে, দেশের মানবাধিকার প্যানেল ইতিমধ্যেই বিষয়টি দেখছে। সংসদ এবং দেশের সর্বোচ্চ আদালতও রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। এ ভাবে জানিয়ে দেওয়া হবে যে, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের দলের জম্মু ও কাশ্মীর সফরের কোনও প্রয়োজন নেই। একইসঙ্গে জানিয়ে দেওয়া হবে যে, জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি কাশ্মীরের পরিস্থিতিতে পাকিস্তানের উস্কানির দিকেও রাষ্ট্রপুঞ্জের সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হবে। উল্লেখ্য, ভারত বারবারই দাবি করেছে, জিহাদি গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে মদত দিয়ে চলেছে পাকিস্তান।
উল্লেখ্য, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের কাছে চিঠি দিয়েছিল পাকিস্তানের নওয়াজ শরিফ সরকার। এরই পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি খতিয়ে দেখতে দল পাঠানোর জন্য ভারতকে চিঠি লিখেছে রাষ্ট্রপুঞ্জের এই সংস্থা।
রাষ্ট্রপুঞ্জের এই সংস্থার চিঠির জবাবে সমগ্র পরিস্থিতি ব্যাখ্যা করারই সিদ্ধান্ত নিয়েছে ভারত। এক্ষেত্রে কোনও রকম কড়া মনোভাব দেখানো হবে না। কারণ, ভারত রাষ্ট্রপুঞ্জের রীতিনীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সময় রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন কমিটির দ্বারস্থও হয়েছে ভারত। তাই বিনয়ের সঙ্গে রাষ্ট্রপুঞ্জের সংস্থার অনুরোধ প্রত্যাখ্যানের পথে হাঁটতে চলেছে ভারত।
ভারত মনে করে, কাশ্মীরের অশান্তিতে পাকিস্তানের উস্কানি ও মদত দেওয়ার ক্ষেত্রে প্রমাণের অভাব নেই। পাকিস্তান লস্করের হাফিজ সইদের মতো জঙ্গিনেতাদের ভারত-বিরোধী জিগির তোলা ও সীমান্ত পেরিয়ে ভারতে ক্যাডার পাঠানোর ক্ষেত্রে কোনওরকম বাধা দিচ্ছে না।
কাশ্মীরে রাষ্ট্রপুঞ্জের সংস্থার দল পাঠানোর অনুরোধ সবিনয়ে প্রত্যাখ্যান করতে চলেছে ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Aug 2016 05:05 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -