আগামী বছরের শুরুতে দু'বার চাঁদে পা রাখবে ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jul 2017 10:12 AM (IST)
নয়াদিল্লি: ফের ভারত পাড়ি দেবে চাঁদের দেশে। আগামী বছরের শুরুতেই চন্দ্রায়ণ ২-কে চাঁদে পাঠাবে ইসরো, এবার চাঁদের আরও ভেতরে গিয়ে গবেষণা চালাতে যায় তারা। আরও একটি মিশনে টিম ইন্দাস নামে মহাকাশে আগ্রহীদের একটি গোষ্ঠী চাঁদে তুলবে ভারতের পতাকা। এটি একটি আন্তর্জাতিক চান্দ্র প্রতিযোগিতার অংশ। চন্দ্রায়ণ ২-র জন্য ইসরো ব্যবহার করবে তাদের ভারী ওজন বহনে সক্ষম রকেট জিএসএলভি এমকে টু। ২০০৮-এ চন্দ্রায়ণ ১-এ ব্যবহার হয় পিএসএলভি রকেট। কিন্তু এবার ইসরো ৩,২৫০ কেজির বিপুল ওজন মহাকাশে পাঠাচ্ছে, যাতে অরবিটার, ল্যান্ডারের পাশাপাশি চাঁদে চলাফেরা করার মত রোভারও থাকবে। ফলে জিএসএলভিএমকে টু-ই এ জন্য সঠিক পছন্দ। উল্টোদিকে টিম ইন্দাসে যাঁরা রয়েছেন, তাঁরা বেশিরভাগই তরুণ ইঞ্জিনিয়ার। তাঁদের নেতৃত্বে রয়েছেন আইআইটি দিল্লির প্রাক্তনী, জনৈক রাহুল নারায়ণ। গুগল লুনার এক্সপ্রাইজ বিশ্বব্যাপী প্রতিযোগিতায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার জিততে চাঁদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর ফলে চাঁদের মধ্যে ৫০০ মিটার যেতে হবে, সেখান থেকে হাই ডেফিনিশন ছবি তুলে পাঠাতে হবে বিশ্বে। এ জন্য তাঁদের আর্থিক সহায়তা করছেন ইউআইডিএআই চেয়ারম্যান নন্দন নিলেকানী। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গন সহ ভারতীয় মহাকাশ বিজ্ঞানের বেশ কয়েকজন অভিজ্ঞ মুখ রয়েছেন তাঁদের পাশে। এই মিশনের জন্য পিএসএলভির সাহায্য টিম ইন্দাসকে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে ইসরো। পিএসএলভির সাহায্যে ৬০০ কেজি ওজনের একটি শিশু মহাকাশযান চাঁদের কক্ষপথে রাখবে তারা। তবে চন্দ্রায়ণ টু-র ফের চাঁদে যাত্রা আর ইন্দাস টু-র মিশন সম্পূর্ণ ভিন্ন বলে তারা জানিয়েছে। টিম ইন্দাস ছাড়াও ওই প্রতিযোগিতার অংশ হিসেবে চাঁদে মিশন পাঠাতে চলেছে মার্কিন, ইজরায়েলি ও একটি আন্তর্জাতিক দল।