নয়াদিল্লি: বিতর্কিত ধর্মপ্রচারক জারিক নায়েকের প্রত্যর্পণের জন্য শীঘ্রই সরকারিভাবে মালয়েশিয়াকে অনুরোধ জানাবে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এমনই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া শেষের পথে। সেটা সম্পূর্ণ হয়ে গেলে শীঘ্রই সরকারিভাবে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানাব। আগামী দু’সপ্তাহের মধ্যেই আমাদের অনুরোধের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।’
বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাত ও ঘৃণার পরিবেশ তৈরি করার অভিযোগে গত সপ্তাহেই জাকিরের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনআইএ। এরপরেই জানা গিয়েছে, মালয়েশিয়ায় বহাল তবিয়তে আছেন জাকির। তাঁকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়া সরকার। সেদেশে বেশ জনপ্রিয় এই ধর্মপ্রচারক। তাই ভারতের অনুরোধ মেনে মালয়েশিয়া সরকার জাকিরকে প্রত্যর্পণ করবে কি না, সে বিষয়ে যথেষ্ট সংশয় আছে। তবে ভারতের বিদেশমন্ত্রক সবদিক খতিয়ে দেখে জাকিরের প্রত্যর্পণের বিষয়ে পদক্ষেপ করতে চাইছে।
জাকির নায়েকের প্রত্যর্পণের জন্য শীঘ্রই মালয়েশিয়াকে অনুরোধ জানাবে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
03 Nov 2017 06:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -