সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, বলেছেন জয়শঙ্কর! পাক মিডিয়ার খবর খারিজ বিদেশমন্ত্রকের
ABP Ananda, web desk | 14 Oct 2016 10:26 AM (IST)
নয়াদিল্লি: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিপাকে পাকিস্তান। এই অবস্থায় সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিভিন্ন ধরনের খবরও ছাপা হচ্ছে পাক সংবাদমাধ্যমে। একটি পাক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় যে, ‘ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর নয়াদিল্লিতে জার্মান অ্যাম্বাসেডরের সঙ্গে বৈঠকে স্বীকার করছেন যে, কোনও সার্জিক্যাল স্ট্রাইক হয়নি’। পাক সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালে প্রকাশিত এই খবরকে মনগড়া ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন ভারতের বিদেশ দফতরের মুখপাত্র বিকাশ স্বরূপ। তিনি বলেছেন, গত ২৯ সেপ্টেম্বর বিভিন্ন দেশের দূতেদের সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে জানানো হয়। সেই দলে ছিলেন জার্মান রাষ্ট্রদূত মার্টিন নে-ও। এরপর থেকে এ বিষয়ে আর কোনওধরনের কথাবার্তাই হয়নি।