ওয়াশিংটন: প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বাড়াতে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে নিয়ে যেতে সম্মত হল ভারত ও আমেরিকা। এই লক্ষ্যে মঙ্গলবার দুদেশ একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। বিবৃতিতে সই করেছেন প্রতিরক্ষা মন্ত্রকের উৎপাদন সংক্রান্ত বিভাগের সচিব রাজ কুমার ও মার্কিন প্রতিরক্ষা প-সচিব এলেন লর্ড।
মঙ্গলবার দুদেশের মধ্যে ডিফেন্স টেকনোলজি ও ট্রেড ইনিশিয়েটিভের (ডিটিটিআই) দশম গ্রুপ মিটিং হয়। করোনাকালে প্রথমবার ভার্চুয়াল বৈঠক হল। সেই মিটিংয়ে এই বিবৃতি স্বাক্ষরিত হয়।
প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছে দুদেশ। এছাড়া যে সব প্রকল্পগুলি চলছে, সেগুলি শেষ করার উপরে জোর দেওয়া হয়েছে।
চুক্তিতে বলা হয়েছে, ডিটিটিআই গ্রুপের লক্ষ্য হল প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক মজবুত করা, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা।
পেন্টাগন তরফে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়েছে, ’’প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি, খুঁটিয়ে পরিকল্পনা করা এবং ডিটিটিআইয়ের আওতাভুক্ত প্রকল্পগুলিতে উল্লেখযোগ্য উন্নতি করাই এর লক্ষ্য।‘‘
ডিটিটিআইয়ের চারটি ওয়ার্কিং গ্রুপ স্থল, আকাশ, নৌবাহিনী ও যুদ্ধবিমানের প্রযুক্তিগত উন্নতির দিকগুলি দেখে। ২০১৯ সালের অক্টোবরে ডিটিটিআইয়ের মিটিংয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি স্থির করা হয়েছিল।
এই এসওপি ডিটিটিআইয়ের রূপরেখা স্থির করে দেয়। কীভাবে কাজ হবে এবং তার সাফল্যের মাত্রাই বা কী তা বর্ণিত হয় এই এসওপি-তে।
গত জুলাইয়ে ভারত ও আমেরিকার শিল্পপতিদের অ্যাসোসিয়েশেনের মাধ্যমে এই এসওপির খসড়া বিলি করা হয়। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ডিটিটিআইয়ের নির্দেশিকা বা গাইডলাইন সম্পর্কে স্পষ্ট ধারণা করে দেওয়ার জন্য এই পদক্ষেপ করা হয়।
প্রথম ডিটিটিআই ইন্ডাস্ট্রি কোলাবরেশন ফোরামে ভারত ও আমেরিকা যৌথ ভাবে কী ভাবে আরও উন্নত প্রযুক্তির দিকে এগোতে পারে সে কথা বলা হয়েছিল। সেই লক্ষ্যে এগোতে বদ্ধপরিকর দুই দেশ।