India Vs Australia, T20 Records: রানের পাহাড়ের চূড়ায় বিরাট, সর্বোচ্চ উইকেটশিকারি বুমরাহ, ঝলকে নজিরনামা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Dec 2020 12:16 PM (IST)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচে এখনও শতরান করতে পারেননি কোনও ভারতীয় ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে অবশ্য শেন ওয়াটসন ও গ্লেন ম্যাক্সওয়েল, দুই অজি ব্যাটসম্যানের একটি করে শতরান রয়েছে।
ক্যানবেরা: সিরিজ হারলেও একদিনের আন্তর্জাতিক সিরিজের শেষ নিয়মরক্ষার ম্যাচে এসেছে জয়। এবার টি২০ সিরিজে সেই জয়ের ছন্দ বজায় রাখার লক্ষ্যেই নামছে টিম ইন্ডিয়া। হাই প্রোফাইল সিরিজের প্রাক্কালে দেখে নেওয়া যাক হেড টু হেডে ক্রিকেটারদের নজিরনামা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এই প্রথমবার গোটা বছরে কোনও ওডিআইতে শতরান পাননি বিরাট কোহলি। শতরান না পেলেও ছন্দেই রয়েছেন ভারত অধিনায়ক। এমনিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০তে সর্বোচ্চ রান রয়েছে বিরাট কোহলিরই। সবথেকে বেশি রান অজিদের বিরুদ্ধে টি২০-র মঞ্চে ৫৮৪ রান করেছেন বিরাট। অপরদিকে অস্ট্রেলিয়ার পক্ষে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান অ্যারন ফিঞ্চের (৪০৫)। সবথেকে বেশি শতরান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচে এখনও শতরান করতে পারেননি কোনও ভারতীয় ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে অবশ্য শেন ওয়াটসন ও গ্লেন ম্যাক্সওয়েল, দুই অজি ব্যাটসম্যানের একটি করে শতরান রয়েছে। সবথেকে বেশি অর্ধশতরান বাকিদের থেকে যে বিষয়ে অনেকটা এগিয়ে বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬টি অর্ধশতরান রয়েছে ভারত অধিনায়কের। সবথেকে বেশি উইকেট জসপ্রীত বুমরাহ রয়েছেন সবার উপরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০-র মঞ্চে ১৫ টি উইকেট রয়েছে ‘বুম, বুম’ বুমরাহের। অস্ট্রেলিয়ার পক্ষে যে তালিকায় সবার উপরে শেন ওয়াটসন (১০)। তারপর রয়েছেন অ্যাডাম জাম্পা (৬)।