নয়াদিল্লি: জিএসটি নিয়ে ফের কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর নিশানায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। রাহুল বলেছেন, দেশের জিএসটি-র প্রয়োজন, গব্বর সিং ট্যাক্স নয়। গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে আজ এই মন্তব্য করেছেন রাহুল। গুজরাতে বিজেপিকে হারাতে সর্বশক্তি প্রয়োগ করছে কংগ্রেস। এ জন্যই আজ তিনদিনের উত্তর গুজরাত সফরের জন্য আহমেদাবাদে এসেছেন কংগ্রেস সহ সভাপতি। রাহুল বলেছেন, জিএসটি-র আওতায় করের সর্বোচ্চ সীমা হোক ১৮ শতাংশ। আর পাঁচের জায়গায় একটিই করের হার বহাল হোক। সরকার বেশিরভাগ পণ্যকে যে ২৮ শতাংশ করের আওতার বাইরে আনায় সন্তোষ প্রকাশ করেছেন রাহুল। কিন্তু একইসঙ্গে বলেছেন, জিএসটির কাঠানোগত পরিবর্তন হওয়া প্রয়োজন এবং সারা দেশে একই করের হার হওয়া উচিত। এবারের তিন দিনের সফরে রাহুল ছয় জেলায় যাবেন। উত্তর গুজরাত বিজেপির দূর্গ হিসেবেই পরিচিত। সেইসঙ্গে এই অঞ্চল পতিদার আন্দোলনের মূল কেন্দ্রও। এছাড়াও রাহুল বনসকান্টা জেলায় মা অম্বাজী মন্দিরও দর্শন করবেন। এদিন গাঁধীনগরের অক্ষরধাম মন্দিরে পুজো দিয়ে সফর শুরু করেছেন। কয়েকদিন আগে এই মন্দিরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।