নয়াদিল্লি: ভারত প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি করতেই বেশি আগ্রহী। কিন্তু বারংবার যদি সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান, তাহলে তার যোগ্য জবাব দিতে তৈরি ভারতও। নিরাপত্তা বাহিনীকে নয়াদিল্লির নির্দেশ, পাকিস্তান থেকে একটা গুলি এলে, একাধিক গুলি দিয়ে তার পাল্টা জবাব দিতে হবে ভারতকে। ত্রিপুরায় এক নির্বাচনী জনসভায় শনিবার এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
তিনি জনসভায় আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই ভারতের প্রথম এবং প্রধান লক্ষ্য। কিন্তু জম্মু কাশ্মীরকে অশান্ত করে যেভাবে সীমান্তকে অস্থির করছে পাকিস্তান, তার পাল্টা হিসেবে কঠোর জবাব দিতে তৈরি ভারতও।
এদিকে সামনেই রয়েছে ত্রিপুরার বিধানসভা নির্বাচন। সেখানে ২৫ বছর শাসন চালানো বামফ্রন্ট সরকারকে নিশানা করে শনিবারের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, এতগুলো বছর এই রাজ্যের উন্নয়নের জন্যে বাম সরকার কিছুই করেনি। দারিদ্র, বেকারত্ব, আর্থিক উন্নয়ন ২৫ বছর আগে যেখানে দাঁড়িয়েছিল, সেখানেই থমকে গিয়েছে। তিনি বলেন, গত ৩৫ বছরে বাংলাকে শেষ করে দিয়েছে বাম সরকার। ফেব্রুয়ারির ১৮ তারিখের পর যদি ত্রিপুরাতে ফের ক্ষমতায় ফেরে বামফ্রন্ট, তাহলে এই রাজ্যের ভবিষ্যত শেষ হয়ে যাবে। তাঁর কথায়, একমাত্র ভারতীয় জনতা পার্টির হাত ধরেই দেশ এবং দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলোয় উন্নয়ন আসা সম্ভব।
এখন ভারতের ১৯টি রাজ্যে বিজেপি এবং তার সহযোগী দল শাসন করছে। তারপরই তিনি ত্রিপুরাবাসীকে প্রশ্ন করেন, কেন জানেন ভারতের এতগুলো রাজ্যে বিজেপি শাসন করছে? কারণ, ওই সমস্ত রাজ্যের মানুষরা বিশ্বাস করেন দারিদ্র এবং বেকারত্ব একমাত্র তাঁদের রাজ্যে বিজেপির হাত ধরেই সমূলে মুছে যেতে পারে। তারপরই রাজনাথের আশ্বাস, ত্রিপুরার যা প্রাকৃতিক সম্পদ আছে, যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে এই রাজ্যকে ভারতের একনম্বর রাজ্য করে দেবে। ত্রিপুরাবাসীকে রাজনাথের আবেদন, বাম সরকারকে একাধিকবার সুযোগ দিয়ে তাঁরা দেখেছেন, এবার একবার বিজেপিকে সুযোগ দেওয়া হোক। উন্নয়নের জোয়ারে ভাসবে উত্তরপূর্বের এই রাজ্য, আশ্বাস রাজনাথের।
পাকিস্তানের একটা গুলির জবাব ভারত অসংখ্য গুলি দিয়ে দেবে: রাজনাথ সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2018 09:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -