রাষ্ট্রপুঞ্জ: সামাজিক ও আর্থিক ইস্যু নিয়ে কাজ করা রাষ্ট্রপুঞ্জের দুটি শাখা সংগঠনের নির্বাচনে জয় পেল ভারত।
ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের শাখা কমিটি ফর প্রোগ্রাম অ্যান্ড কোঅর্ডিনেশন বা সিপিসি-তে নির্বাচিত ১৩ সদস্য দেশের মধ্যে ভারত অন্যতম। এশীয় গ্রুপের মধ্যে ভারতই সবথেকে বেশি ভোট পেয়েছে, ৫০ সদস্য দেশের মধ্যে ৪৯টিই ভোট দিয়েছে দিল্লির পক্ষে। জয়ী দেশগুলি কাজ করবে ৩ বছরের জন্য, জানুয়ারি থেকে শুরু হবে সময়সীমা।
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন জানিয়েছেন এ কথা।
এছাড়াও ইন্টারন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল বোর্ডে ভোটে জয়ী ২০টি দেশের মধ্যে ভারত অন্যতম। আগামী জানুয়ারি থেকে ৪ বছরের সময়সীমায় তারা কাজ করা শুরু করবে।
রাষ্ট্রপুঞ্জের ২টি শাখা সংগঠনের ভোটে জিতল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Apr 2017 05:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -