কেদারনাথ: কেদারনাথে ভারতীয় বায়ুসেনার এমআই ১৭ হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ল। ২ পাইলট এক চুলের জন্য বাঁচলেও ৪ জন আহত হয়েছেন।

উত্তরাখণ্ডে বিধ্বংসী বন্যার পর কার্যত ধ্বংস হয়ে যাওয়া কেদারনাথ ধাম পুনর্নির্মাণের কাজ করছে বায়ুসেনা। সে কাজেই আসছিল কপ্টারটি। সকাল সোয়া আটটা নাগাদ মাটি ছোঁয়ার সময় একটি তারে আটকে গিয়ে তাতে আগুন লেগে যায়। তারপর তা আছড়ে পড়ে নীচে।

[embed]https://twitter.com/ANI/status/981017330678452224?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Findian-air-forces-mi-17-helicopter-caught-fire-following-collision-with-an-iron-girder-while-landing-in-kedarnath-823290&tfw_creator=abc&tfw_site=http%3A%2F%2Fabpnews.abplive.in[/embed]

হেলিকপ্টারে যাত্রী ছিলেন ১৬ জন। বায়ুসেনা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।